ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অবশেষে ডা. মাহফুজকে ওএসডি, নতুন অধ্যক্ষ ডা. শরিফ

২০২৪ নভেম্বর ০৫ ২০:০২:৫২
অবশেষে ডা. মাহফুজকে ওএসডি, নতুন অধ্যক্ষ ডা. শরিফ

নিজস্ব প্রতিবেদক : সদ্য নিয়োগপ্রাপ্ত রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

জানা যায়, স্বৈরাচার শেখ হাসিনার ‘দোসর’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও চিকিৎসকদের আন্দোলনের মুখে তাকে অপসারণ করা হয়। নতুন করে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে ডা. মো. মাহফুজার রহমানের স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। তিনি এর আগে দিনাজপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এতে বলা হয়েছে, বদলি-পদায়নকৃত এসব কর্মকর্তা ১০ নভেম্বরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে