ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ

২০২৪ নভেম্বর ০৪ ১৬:১৪:৪০
জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটিতে শ্রমিক অসেন্তাষ চলছে। এছাড়া চলতি মূলধনের ঘাটতি এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পলাতক রয়েছেন। এ অবস্থায় কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জেনারেশন নেক্সটের পরিচালক শাহীন আক্তার চৌধুরী জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ ও চলতি মূলধনের ঘাটতিতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা হয়তো দেশের বাহিরে আছেন। এ অবস্থায় কোরাম সংকটে পর্ষদে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এমনকি চেকে সাক্ষরতাকারীর অনুপস্থিতির কারনে ব্যাংকিং কার্যক্রম করা যাচ্ছে না।

এ অবস্থায় সংকট উত্তোরনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পরামর্শ চেয়েছেন এই পরিচালক।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে