ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানা গেল

২০২৪ অক্টোবর ১৩ ১৪:৪৮:৫৮
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। দলটির যুক্তরাজ্য শাখার নেতারা বলছেন, আইনি প্রক্রিয়া শেষে 'উপযুক্ত সময়ে' তিনি দেশে ফিরে যাবেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। আশা করছি তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তিনি অপেক্ষা করছেন।

দেশের রাজনীতিতে এখন অনেকটাই সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশসহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন। অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র সংস্কারসহ ও দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান।

বিএনপি নেতা ও বিশ্লেষকরা বলছেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনো বাধা। আইনি পথে মামলা মোকাবিলার কথাও বলেছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তিনি (তারেক) যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে