ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কাজ পেতে চাইলে আমার বউ হতে হবে, প্রযোজকের শর্ত

২০২৪ অক্টোবর ১১ ১৫:২৯:০১
কাজ পেতে চাইলে আমার বউ হতে হবে, প্রযোজকের শর্ত

বিনোদন ডেস্ক: গ্ল্যামার জগত প্রেম-ভালোবাসা-সাসপেন্সে টইটুম্বর। আর বলিউডতো এসবের ছড়াছড়ি। কোটি কোটি টাকা রোজগার, জনপ্রিয়তা, ক্যামেরার ঝলকানি হাতছানি দিয়ে ডাকছে।

সেই ডাকে সাড়া দিয়ে প্রতি বছরই মুম্বাই পাড়ি দেন হাজার হাজার যুবক-যুবতী। তারা জানেন, এখানে ক্যারিয়ার গড়া সহজ নয়। তারপরও ভাগ্য পরীক্ষা করেন। যদি কোনোভাবেই লেগে যায়।

গ্ল্যামারগার্ল আয়েশা কাপুরও এভাবেই এসেছিলেন বলিউডে। এখন তিনি প্রতিষ্ঠিত টিভি অভিনেত্রী। তবে শুরুটা সহজ হয়নি মোটেও।

প্রযোজকদের অদ্ভুত আবদার সামলাতে হয়েছে তাকে। কখনো আবার না মানায় শো থেকেও বের করে দেওয়া হয়েছে। তারপরও স্বদম্ভে টিকে আছেন তিনি।

অকথিত সেসব বিষয় নিয়েই সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। আয়েশার কথায়, ‘ইন্ডাস্ট্রিকে যতটা রঙিন, যতটা আধুনিক মনে হয়, ততটা নয়।’

তিনি বলেন, অভিনয় জগত বড় কঠিন। অনবরত সংগ্রাম করতে হয়। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আয়েশাও লড়ছেন।

টিভি এবং ওয়েব সিরিজের এই জনপ্রিয় অভিনেত্রীকে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে। ম্যানেজ করেছেন সবকিছু।

মারুফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে