ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

২০২৪ ডিসেম্বর ১৮ ২৩:০০:২৯
অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা রাজনীতির সাথে জড়িত নন এবং তাই কেউ নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি বলেন, যদি কেউ নির্বাচন করতে চান, তবে তাদের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা ঠিক হবে না।

উপদেষ্টা আরও বলেন, যদি সবাই মনে করেন যে নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আয়োজন করবে বা নতুন কাউকে যুক্ত করা হবে, তবে তত্ত্বাবধায়ক সরকারের আইনে নির্ধারিত সময়সীমার সমাধান কিভাবে হবে সেটিও একটি বড় প্রশ্ন। তবে বর্তমান সরকার এখনও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না।

এদিন সকালে বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি এবং স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম এবং তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে