ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ

২০২৪ ডিসেম্বর ১৯ ১০:৪৪:২৯
নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন ছিল। ভোটার তালিকা তৈরি করাসহ অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ করা প্রয়োজন। নির্বাচনের যাত্রাটা শুরু হওয়া দরকার। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে।

বুধবার রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার প্রস্তাব করবে নির্বাচন সংস্কার কমিশন। পরে সরকারই ঠিক করবে কোনটার সংস্কার হবে কোনটার হবে না।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, দুর্বল আইন হলেও সম্মানিত মানুষ দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। তাই ভালো ফলাফল আশা করা যায়। নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ সমাপ্তেরর প্রত্যাশাও করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে