ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারত ছাত্র-জনতার বড় শত্রুকে আশ্রয় দিয়েছে : সারজিস আলম

২০২৪ অক্টোবর ০৪ ২২:০৫:২৬
ভারত ছাত্র-জনতার বড় শত্রুকে আশ্রয় দিয়েছে : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেছেন, ‘যে স্পিরিটকে ধারণ করে আমার হাজারো ভাই-বোন জীবন দিল, অর্ধলক্ষ মানুষের রক্ত প্রবাহিত হল; সেই স্পিরিটকে যেন আমরা ব্যক্তিগত বা গোষ্ঠীগত কিছু ক্ষুদ্র স্বার্থ, বিভাজন আর ক্রেডিট নেওয়ার অপচেষ্টার জন্য নষ্ট হতে না দিই ৷’

আজ শুক্রবার (০৪ অক্টোবর) নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে সম্প্রতি একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও পোস্ট করে তার বর্ণনায় এসব কথা লিখেছেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বিগত ১৬ বছরে কারো দাড়ি দেখলে, কারো কপালে সিজদার চিহ্ন দেখলে ট্যাগ দিয়েছে। কারো গায়ে যদি পাঞ্জাবি-পায়জামা দেখেছে এবং তাকে রাজনৈতিকভাবে হুমকি মনে করেছে, তাহলে তাকে ট্যাগ দিয়ে দেশছাড়া করেছে। এই অন্যায়গুলোর প্রতিটির বিচার বাংলার মাটিতে অবশ্যই নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে অন্যতম এ সমন্বয়ক বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা, ছাত্র-জনতা জীবনের বিনিময়ে যে দেশকে নতুন করে স্বাধীন করেছে; যে হাসিনাকে দেশছাড়া করেছে; কোনো দেশ যদি সেই হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে তারা ছাত্র-জনতার সবচেয়ে বড় শত্রুকে আশ্রয় দিয়েছে।’

সারজিস আলম বলেন, ‘কোনো দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি কেমন হবে, তা এ দেশের মানুষ নির্ধারণ করবে। যদি হাসিনা-কাদের এবং তাদের দোসররা দিল্লি-কলকাতার পার্কে-উদ্যানে ঘুরে বেড়ায় তাহলে এ দেশের পররাষ্ট্রনীতি তার ভিত্তিতেই নির্ধারিত হবে। আমরা কোনো দেশের সঙ্গে আর শুধু দেওয়ার সম্পর্ক চাই না।’

তিনি বলেন, ‘আমাদের মায়েরা-বাবারা তাদের সন্তানদের হারিয়ে কাঁদছেন। অথচ কিছু মানুষ শহীদ ও আহতদের ভুলে গিয়ে বিভিন্ন জায়গায় সমন্বয়কের পরিচয়ে নিজের ভাগ নিতে ব্যস্ত। আমার প্রশ্ন, যারা শহীদ হয়েছেন তারা কবর থেকে কিভাবে ভাগ নিতে আসবেন?’

সারজিস আলম আরো বলেন, ‘ফ্যাসিস্টদের দালালরা বিভিন্নভাবে ছাত্র-জনতাকে আক্রমণ করার চেষ্টা করছে। তারা সচিবালয়ে উদ্ভট দাবি নিয়ে আনসার লীগ হয়ে ফিরেছিল। এখনো প্রতিটি জায়গায় তারা অপচেষ্টা করছে।’

তিনি বলেন,‘সামনে পূজা উৎসবে তারা আক্রমণ করার পাঁয়তারা করছে। আমরা প্রয়োজনে ৫ আগস্টের পরবর্তী সময়ের ন্যায় পূজার নিরাপত্তায়ও ঢাল হয়ে দাঁড়াব।’

সারজিস আলম বলেন, ‘স্বৈরাচারের দোসররা পাল্টা ছোবল দেওয়ার পরিকল্পনা আঁটছে। আমাদের আহ্বান, সবার ছোট ছোট স্বার্থকে এক পাশে রেখে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ঐক্যবদ্ধ থাকুন। মনে রাখবেন, যদি কোনো দিন ফ্যাসিস্টরা আক্রমণের সুযোগ পায় তাহলে সবাইকে সারা জীবনের জন্য বন্দিশালায় কাটাতে হবে।’

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে