ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস

২০২৪ অক্টোবর ০১ ২১:১২:৫৪
এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা বা স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিটার হাসের যোগদানের খবর জানানো হয়।

পিটার হাস কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তার ভালো ধারণা আছে।

তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটের গ্রাহকের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

পিটার হাস বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জি অবদান রাখছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার ডি হাস। ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন এ কূটনীতিক। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে