ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

শিল্পকলা একাডেমিতে নতুন ৬ পরিচালক নিয়োগ

২০২৪ সেপ্টেম্বর ৩০ ২২:৪২:৩৯
শিল্পকলা একাডেমিতে নতুন ৬ পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শিল্পকলা একাডেমির ছয় বিভাগে নতুন ছয় পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

একই সাথে একাডেমির চারজন পরিচালকের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নবনিযুক্ত ছয় পরিচালককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া পরিচালকদের মধ্যে চারুকলা বিভাগের দায়িত্ব পেয়েছেন মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব পেয়েছেন এ এফ এম নুরুর রহমান।

আলোচ্য পদগুলোতে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়ে চারুকলা বিভাগে পরিচালকের দায়িত্বে ছিলেন সৈয়দা মাহবুবা করিম, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে কাজী আফতাব উদ্দিন হাবলু, গবেষণা ও প্রকাশনা বিভাগে জ্যোতিকা পাল জ্যোতি এবং গবেষণা ও প্রকাশনা বিভাগে ছিলেন সোহাইলা আফসানা ইকো। এর আগে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১২ আগস্ট পদত্যাগ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পরে নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদকে একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে