ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৮:৩২:৫৮
ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন।

জানা গেছে, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় এ দাবি জানান তারা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ এ দাবি জানান।

এসময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত, সাঈদ আহমেদ, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের ৫ দফা দাবি জানিয়েছে।

দাবিগুলো হলো:

১. দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।

২. মাহমুদুর রহমানসহ সব মজুলম সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে।

৩. মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে।

৪. দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে।

৫. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে