ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

এইচএসসিতে ২ পয়েন্ট পেয়েও বিশ্ববিদ্যালয় শিক্ষক!

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১২:০৭:৩৩
এইচএসসিতে ২ পয়েন্ট পেয়েও বিশ্ববিদ্যালয় শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তার আবেদন করার যোগ্যতা না থাকলেও শিক্ষক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

এইচএসসিতে ২ পয়েন্ট পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তার নিয়োগ পাওয়ার বিষয়টি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষটি নিয়ে তুমুল সমালোচনার শুরু হয়।

ইউসুফের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় আবেদন পত্রের সাথে জমাকৃত কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০১ সালে জিপিএ ৫ এর মধ্যে ৩.৫০ পেয়ে মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকে ও একই বোর্ডের অধীনে ৩.০১ পেয়ে পাশ করেছিলেন। ফলাফলের সত্যতা যাচাই করার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় মো: ইউসুফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঠিক থাকলেও উচ্চমাধ্যমিকের ফলাফল ২.৯০ দেখা যায়। যা তার জমা দেওয়া উচ্চমাধ্যমিকের সার্টিফিকেটের সাথে মিল নেই।

উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বিশ্লেষণ করে দেখা যায়, মো: ইউসুফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রোল নাম্বার ৩৫০০৮৫ ও রেজিস্ট্রেশন নাম্বার ৮৩৬১৫৪ এবং পাশের সন ২০০৩।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২.৯০ হলে ও তার আবেদনকৃত কাগজপত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে ৩.০১ হলো, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মো. ইউসুফ সংবাদ মাধ্যমকে জানান, এটাতো হওয়ার কথা না ।

তিনি বলেন, ওয়েব সাইটে এটা হয়তো ভুল আসছে । ঠিক করার জন্য বোর্ডে যাইতে হবে। আমিতো রেজাল্ট ভুল আসাতে ভেরিফিকেশন করে নিয়েছি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে