ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ জারি

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৪:২৫:৪৮
পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক : পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে আবারও ৩ দিনের জন্য নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত একটি পত্রে সাজেক ভ্রমনে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়।

এতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ( ৩ দিন) সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমনে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বাসসকে জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ শনিবার থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে