ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ টিপু আটক

২০২৪ সেপ্টেম্বর ২৮ ০৯:৫৫:৩২
সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ টিপু আটক

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ওরফে বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর ভারত সীমান্ত থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার টিপুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিপু দীর্ঘদিন ধরে বাহারের হয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন। কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে টিপু মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।

কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বড়জ্বালা বিওপির টহল দল গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পাকা সড়ক এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করে।

বাংলাদেশ-ভারতের সীমান্ত পিলার ২০৭৮/এম হতে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাঁদেরকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। টিপুর সঙ্গে আটক হওয়া অপর ব্যক্তির নাম মো. মারজানুর রহমান (৪৮)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, টিপু সুলতান কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ ও মদদপুষ্ট একজন টেন্ডারবাজ এবং ঠিকাদার। টিপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে বিজিবির কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

এ ছাড়া টিপু তাঁর নিজ এলাকায় ছাত্র–জনতাসহ স্থানীয় বাসিন্দাদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করতেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় টিপুর বিরুদ্ধে নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দুটি মামলা রয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে