ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১২:২৯:৪৮
ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের লিফটে ভারতীয় সাংবাদিকরা প্রবেশ করতে চাইলেও নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ড. ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন।

এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন নিরাপত্তারক্ষীরা তাদের ঠেলে নিরাপদ দূরুত্বে সরিয়ে দেন। তারপরও ভারতীয় সাংবাদিক নানাভাবে ড. ইউনূসের কাছাকাছি আসার চেষ্টা চালায়।

এএনআই একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে