ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১১:১৩:০৩
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টির কারণে কয়েক দিনের তাপপ্রবাহ ও অসহনীয় ভ্যাপসা গরম থেকেও মুক্তি মিলেছে। বৃষ্টি বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দেশের আট বিভাগের কোথাও কোথাও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি আবার কমতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে এদিনও বৃষ্টি বেশি থাকতে পারে।

রংপুর বিভাগে তিন দিন নদ-নদীর পানি বাড়ার প্রবণতা থাকতে পারে। এতে তিস্তা অববাহিকাসংলগ্ন চরাঞ্চল বা নিচু জমি প্লাবিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে