ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কয়েক মিনিটের ভাইভায় হাজার যুবকের চাকরি

২০২৪ সেপ্টেম্বর ২২ ১১:২৮:১৫
কয়েক মিনিটের ভাইভায় হাজার যুবকের চাকরি

নিজস্ব প্রতিবেদক : রংপুরে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে মাত্র ৬ ঘণ্টায় চাকরি পেয়েছেন হাজার বেকার যুবক। কোনো ব্যাংক ড্রাফট ছাড়াই এই চাকরি পেয়েছেন বেকার যুবকরা।

জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনে গত শনিবার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল। কয়েক মিনিটের ভাইভা এবং পদ অনুযায়ী লিখিত পরীক্ষায় চাকরি পেলেন বেকার যুবকরা। প্রতিষ্ঠানটিতে ১২ পদের বিপরীতে নিয়োগ পাওয়াদের বেতনও মাসে ১২ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ৫ হাজার সিভি জমা হয় সকাল ১১টা পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার এবং পদ অনুযায়ী লিখিত পরীক্ষা।

বিকেলের পর থেকে এক এক করে বিভিন্ন পদের ফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে ভাইভা-লিখিত পরীক্ষায় চাকরি পাওয়ায় খুশি চাকরি প্রত্যাশীরা।

চাকরি মেলা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রংপুর সিটি কপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু হোসেন চঞ্চল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা পারভীন।

রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, ‘পিছিয়ে পড়া রংপুরকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে হাজার বেকার যুবককে চাকরি দিয়ে যে মহানুভবতা দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো।

প্রতিষ্ঠানের সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১৬ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যাদের বেশিরভাগ কর্মীদের বাসা রংপুর বিভাগে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে