ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

সাজেকে আটকা পড়েছেন ১৪০০ পর্যটক

২০২৪ সেপ্টেম্বর ২২ ০৯:৩০:১৩
সাজেকে আটকা পড়েছেন ১৪০০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক : পাহাড়িদের ডাকা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে সাজেক উপত্যকায় বেড়াতে গিয়ে প্রায় ১৪০০ পর্যটক আটকা পড়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।

শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় 'বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা' নামক একটি প্ল্যাটফর্ম। এদিন সকাল থেকে পার্বত্য জেলাগুলোতে শুরু হয় এই অবরোধ।

সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াসিন বলেন, সকাল এবং দুপুরে এসকর্ট মিলিয়ে ১০০-১১০টি জীপ, ৫০টির মত মাহেন্দ্রা ও সিএনজি সাজেকে প্রবেশ করেছে। ব্যক্তিগত গাড়ি নিয়েও অনেকে এসেছেন। হঠাৎ অবরোধের ঘোষণা আসাতে, পর্যটকরা আর খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরে যেতে পারেননি। আজ শনিবার পর্যটকরা সাজেকেই কাটিয়েছেন। রোববার এসকর্ট ছাড়বে কিনা– নিশ্চিত করে বলতে পারছি না।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাই থোয়াই চৌধুরী জয় বলেন, 'সাজেকে বর্তমানে প্রায় ১,৪০০ জনের মত পর্যটক অবস্থান করছেন। যেহেতু পর্যটকরা ফিরে যেতে পারেননি, তাই আমাদের রিসোর্ট-কটেজ মালিক সমিতির পক্ষ থেকে তাদের থাকার খরচটি আজকের জন্য ৫০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে