ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফের ২ দিনের রিমান্ডে সাবেক এমপি জর্জ

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৭:১৪:৫৫
ফের ২ দিনের রিমান্ডে সাবেক এমপি জর্জ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মোহাম্মদপুর থানায় অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। মামলার ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডের জন্য যুক্তি তুলে ধরেন আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে সেলিম আলতাফ জর্জকে দুই দিনের দেন আরফাতুল রাকিবের আদালত।

এর আগে, অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য সেলিম আলতাফ জজ ৩ দিনের রিমান্ডে ছিলেন।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে