ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৫:৫৭:৫৭
পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে, শনিবার দুপুরে হেলিকপ্টার করে ঢাকা থেকে রাঙ্গামাটি সার্কিট হাউজ হেলিপ্যাডে এসে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

পরে সেনানিবাসের প্রান্তিক হলে বৈঠকে যোগ দেন। তারা পাহাড়ের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় করবেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে