ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৩:০৪:২৯
বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেওয়া অভিভাষণে তিনি বলেন, একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে।

দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারকের অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচারক নিয়োগের বিষয়ে দ্রুত আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

প্রধান বিচারপতি বলেন, একটি ন্যায় ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া। কারণ মানুষের আস্থার জায়গা এই বিচারবিভাগ। কিন্তু বিগত বছরগুলোতে বিচারবিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে৷

অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ অনেকে।

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে ১০ আগস্ট নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে