ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

বাধ্যতামূলক অবসরে চার জেল সুপার

২০২৪ সেপ্টেম্বর ২০ ১১:২৬:২৭
বাধ্যতামূলক অবসরে চার জেল সুপার

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলার কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

এই চার তত্ত্বাবধায়ক হলেন শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

তাদের মধ্যে সুভাষের নয় বছর, বজলুরের দু’বছর, মকলেছুরের চার মাস ও নেছারের পৌনে তিন বছরের চাকরির মেয়াদ ছিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে