ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

প্রশাসনে চার সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ

২০২৪ সেপ্টেম্বর ২০ ০৬:৪৬:১১
প্রশাসনে চার সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে একজন সিনিয়র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন জন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করা হয়।

প্রথম আদেশে ড. এম মাহফুজুল হককে সিনিয়র সচিব হিসাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে পতুর্গালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হবে।

অন্য আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে, এসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে