ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

সিলেটে জামিন পাওয়া মানিককে হেলিকপ্টারে ঢাকায় এনে গ্রেপ্তার

২০২৪ সেপ্টেম্বর ১৭ ২১:১০:৫৬
সিলেটে জামিন পাওয়া মানিককে হেলিকপ্টারে ঢাকায় এনে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের এক মামলায় সিলেটের একটি আদালত থেকে জামিন পান। এরপর তাকে হেলিকপ্টারে ঢাকায় এনে অপর এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকায় আনা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র‍্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। এরপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইসরাইল হাওলাদার বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও চার-পাঁচটি মামলা রয়েছে। বলতে পারেন কারাগার বদল হলো। ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।’

এর আগে আজ মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি।

পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সেদিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে