ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

অফিসের সেই ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান

২০২৪ সেপ্টেম্বর ১৭ ২১:০৫:৩৮
অফিসের সেই ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান নিজের অফিসকক্ষ লাগোয়া গোপন কক্ষ নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, তাকে অপদস্ত করার জন্যই এই নাটক সাজানো হয়েছে।

সংবাদ মাধ্যমকে মালা খান বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। গত ৫ আগস্টের পর অফিসের যাইনি কয়েক দিন। এরমধ্যে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মিথ্যা ঘটনা তৈরি করেছে। এ ছাড়া তারা মন্ত্রণালয় বরাবর অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে। মিথ্যা ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইনগত কোনো কিছুই করতে পারব না।’

মালা খান বলেন, ‘সরকার পতনের পর কয়েকদিন অফিস করেছি। আগে থেকেই ওই কক্ষের বিষয়ে জানত অফিসের লোকজন। কিন্তু এখন সেটি গোপন কক্ষ নাম দিয়ে প্রচার করছে। মূলত আমাকে অপদস্থ করার জন্যই এমন নাটক সাজিয়েছে।’

মালা খান নিজের তার পরিবারের বিবরণ দিয়ে বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় থাকে। আমার স্বামীও বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনিও কানাডায় থাকেন।’

সম্প্রতি মালা খানের অফিস কক্ষের পাশের একটি কক্ষ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ফলাও করে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই কক্ষটি মালা খান ও বিআরআইসিএমের উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের কক্ষের মাঝামাঝিতে জায়গায় অবস্থিত ছিল। ওই কক্ষে দুজনের কক্ষ থেকেই যাওয়া-আসার করা যায়।

টেলিভিশনটির প্রতিবেদনে দেখা যায়, ওই কক্ষে একটি খাট রয়েছে। এ ছাড়া কক্ষে মদসহ শারীরিক সম্পর্ক সংক্রান্ত জিনিসপত্র পাওয়া যায়।

টেলিভিশনের ওই প্রতিবেদনে অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মালা খানের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন এবং নানা মন্তব্য করেছেন।

অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, মালা খানকে মাঝে মাঝে সেই গোপন কক্ষে যেতে দেখা যেত, অথবা হঠাৎ করে তার কক্ষে গেলে তাকে পাওয়া যেত না। রবীন্দ্রনাথও সেই সময়ে সেখানে যেতেন বলে তারা স্বাক্ষ্য দেন।

টেলিভিশনে খবরটি প্রকাশ হওয়ার পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় দেখা যায়। অনেকেই কক্ষটিকে ‘রোম্যান্টিক আয়নাঘর’ হিসেবে অভিহিত করেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে