ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কাজীপাড়া মেট্রোস্টেশন: ১০০ কোটি থেকে খরচ নামল ১ কোটির নিচে

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৬:৫৪:৪৮
কাজীপাড়া মেট্রোস্টেশন: ১০০ কোটি থেকে খরচ নামল ১ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও ১০ নম্বর স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছিল, কেবল কাজীপাড়া স্টেশন মেরামতেই ১০০ কোটি টাকারও বেশি খরচ হবে।

কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেই ডিএমটিসিএলই এখন বলছে ভিন্ন কথা! তাদের দাবি, এক কোটি টাকারও কম খরচে স্টেশনটি সংস্কার করা সম্ভব হবে।

ডিএমটিসিএল'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “কাজীপাড়া স্টেশন মেরামতে আপাতত খুবই সামান্য অর্থ ব্যয় হচ্ছে। তবে সেটা কোনোভাবেই কোটি টাকা অতিক্রম করবে না।”

তবে মিরপুর ১০ নম্বর স্টেশনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হওয়ায় সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে। ফলে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “১০ নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের জন্য একটি টিম কাজ করছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, দুটি স্টেশন মেরামতে ১৩৮ কোটি টাকার বেশি লাগার কথা নয়।”

উল্লেখ্য, গত জুলাই মাসে ডিএমটিসিএল দুটি স্টেশন মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকা খরচের কথা জানিয়েছিল। এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি মোহাম্মদ আবদুর রউফ।

২০১৭ সালে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম এ এন ছিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তার স্থানে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আবদুর রউফকে। নতুন দায়িত্ব পেয়েই তিনি মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সংস্কার করে দ্রুত চালু করার প্রতি মনোযোগ দেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে