ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

৪০০ কোটি টাকা দিয়ে বিদেশযাত্রার অনুমতি পেলেন ব্যবসায়ী

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৩:২৮:২৭
৪০০ কোটি টাকা দিয়ে বিদেশযাত্রার অনুমতি পেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন আলম ৪০০ কোটি টাকা দিয়ে ৪৫ দিনের জন্য বিদেশ যাত্রার অনুমতি নিয়েছেন।

তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এস এ গ্রুপের চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমানের নির্দেশে তিনি পরে তার পাসপোর্ট ফিরে পান।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, মো. শাহাবুদ্দিন আলমের কাছ থেকে তিন বছরে ৪০০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় হওয়ায় রোববার তাকে ৪৫ দিনের জন্য পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

একইসঙ্গে আদালত তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।

চট্টগ্রামের অর্থঋণ আদালেতের শীর্ষ ঋণ খেলাপি মো. শাহাবুদ্দিন আলম উপস্থিত হয়ে জানান, সোনালী, অগ্রণী ও রূপালী ব‍্যাংকের তিন মামলায় গত তিন বছরে প্রায় ৪০০ কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে