ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

২০২৪ সেপ্টেম্বর ১৩ ২৩:১৫:২৭
ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে অর্জিত বিজয় সুসংহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র-জনতার ঐক্য অটুট রাখতে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র-জনতার একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি।

তিনি বলেন, আজকে পরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলছে। সেটাকে আবার আমাদের রুখে দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করব সবাইকে—কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি।

জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি মহাসচিব দেশে ফিরে আসা এই সাংবাদিককে গণতন্ত্রের সংগ্রামের হিরো আখ্যা দেন এবং বলেন, আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে, গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে (মুশফিকুল ফজল আনসারী) হিরো। এজন্য যে অত্যাচার, নির্যাতনে আমরা যখন হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন তিনি আমাদের মাঝে আশার আলো জাগিয়ে তুলতেন। এজন্যই আমাদের সবার কাছে নিঃসন্দেহে হিরো।

মির্জা ফখরুল বলেন, একটা কথা সবার উদ্দেশে বলতে চাই—মুশফিক ও মুশফিকের সঙ্গে আরও অনেকে এই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার-নির্যাতনের কারণে। তাঁরা লড়াই করেছে বাইরে গিয়ে। আমরা লড়াই করেছি ভেতরে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে