ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের ব্রিফিং স্থগিত

২০২৪ সেপ্টেম্বর ১১ ০৭:২৪:৩১
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের ব্রিফিং স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৯ জেলায় পদায়নকৃত জেলা প্রশাসক-ডিসিদের জন্য আজ বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদায়নকৃত ডিসিদের কর্মস্থলের উদ্দেশে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে।

৫৯ জেলায় ডিসি নিয়োগ নিয়ে মঙ্গলবার দিনভর সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন। অভিযুক্ত কর্মকর্তাদের ডিসি পদে নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগও উঠে।

বঞ্চিত কর্মকর্তারা রাতে মন্ত্রীপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে বসেন। তারা দুই সচিবের কাছে তাদের অভিযোগ সবিস্তারে তুলে ধরেন।

এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের আজকের ব্রিফিং স্থগিত করা হয় এবং পদায়নকৃতদের কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা না করার নির্দেশনা দেওয়া হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে