ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে আগ্রহী আমেরিকা

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৮:৪৬:৩০
বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে আগ্রহী আমেরিকা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপ শুরু করছে আমেরিকা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিন্যানসিয়াল টাইমস জানিয়েছে, চলতি সপ্তাহেই ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ আলোচনার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারকদের অর্থনীতিকে চাঙা করতে আগ্রহী ওয়াশিংটন।

জানা গেছে, আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই দুই দেশের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকবে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি এতে পররাষ্ট্র দপ্তর, ইউএসএইড এবং মার্কিন ব্যাবসায়িক প্রতিনিধিরাও থাকবেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সহকারী অর্থমন্ত্রী ব্র্যান্ট নেউমান ফিন্যানসিয়াল টাইমসকে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা ও নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী আমেরিকা।’

তিনি বলেন, ‘আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন। কারণ বাংলাদেশ আর্থিক খাতের সংস্কার গভীরতর করে আর্থিক টেকসইমূলক উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়।’

ধারণা করা হচ্ছে, আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বাংলাদেশের মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে