ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বদির ভাতিজা গ্রেপ্তার

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১০:৫৭:০২
বদির ভাতিজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।

সোমবার সকালে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তা বলা হয়, তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

শাহজাহান মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগও রয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে