ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ডিসি নিয়োগের সার-সংক্ষেপ ফেরত পাঠালেন প্রধান উপদেষ্টা

২০২৪ সেপ্টেম্বর ০৫ ২২:২২:২৯
ডিসি নিয়োগের সার-সংক্ষেপ ফেরত পাঠালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠ প্রশাসনের জেলা প্রশাসকদের (ডিসি) ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ২০ আগস্ট ২৫ জেলা থেকে ডিসিদের প্রত্যাহার করা হয়।

এসব জেলায় ডিসি নিয়োগের জন্য বিসিএস-প্রশাসন ক্যাডারের ২৪ ও ২৫ ব্যাচের কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিন্তু প্রধান উপদেষ্টা ২৪ ও ২৫ ব্যাচের সঙ্গে ২৭ ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের অর্ন্তভুক্ত করার নির্দেশনা দিয়ে সার-সংক্ষেপটি ফেরত পাঠিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর প্রেক্ষিতে আগামীকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রথম ১০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এরপর বাকিদের সাক্ষাৎকার নেওয়ার পর ফিট লিস্ট তৈরিকরে ওই ফিট লিস্টের ভিত্তিতে নতুন করে সার-সংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টার নিকট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিসিএস-প্রশাসন ক্যাডারের ২৭ ব্যাচের এক কর্মকর্তা শেয়ারনিউজ-কে আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ২৭ব্যাচের প্রথম দিকের কর্মকর্তাদের বাদ দিয়ে ছাত্রলীগ করা কর্মকতাদের ডিসি হিসাবে নিয়োগ দিয়েছে। তিনি বলেন, তার ব্যাচের কয়েকজন মেধাবী কর্মকর্তাকে সময়মতো উপ-সচিব পদেও পদোন্নতি দেয়নি। আমরা অন্তবর্তী সরকারের কাছে এসব বৈষম্যের ন্যায় বিচারপ্রার্থনা করেছি।অন্তবর্তী সরকারের কাছে বঞ্চনার পুরস্কার পাবেন বলে তিনি অনেক আশাবাদী।

২৫ জেলায় ডিসি নিয়োগের তালিকায় যারা রয়েছেন

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে