ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

চৌদ্দগ্রামে ভার্ড কামালের উদ্যোগে বানবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

২০২৪ আগস্ট ২৫ ২২:১৮:০৮
চৌদ্দগ্রামে ভার্ড কামালের উদ্যোগে বানবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেক: কুমিল্লা জেলা পরিষদের সদস্য এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভার্ড (VARD)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক এমরানুল হক কামালের (ভার্ড কামাল) ব্যক্তিগত অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, মলিয়ারা, ভানুশ্বর ও কাগাইশ গ্রামে বন্যা দুর্গত শতাধিক বানবাসি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ রোববার (২৫ আগষ্ট) কুমিল্লা জেলা পরিষদ সদস্যের নিজ কার্যালয়ে বন্যা দুর্গত পরিবারের সদস্যদের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানকাপৈত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন, সমাজ সেবক মো: জসিম উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ম্যানেজার শ্যামল চন্দ্র দাস, কর্মকর্তা মো: রুমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি প্যাকেট ভর্তি চাউল-১০ কেজি, আলু-৩ কেজি, তেল-১ লিটার, লবন-১ কেজি, মসুরের ডাল-১ কেজি।

অসহায় বন্যার্তরা খাদ্য সামগ্রী পেয়ে ভার্ড কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ বিষয়ে এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জানান, ‘পরবর্তীতে বন্যার্তদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের বাড়ী-ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে ‘

প্রসঙ্গত, এমরানুল হক কামাল ১৯৮৮ সালে স্বেচ্ছাসেবী সংস্থা ভার্ড প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৯৮ সালে সিলেট ও সুনামগন্জ জেলায় ৩টি ভার্ড চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এরপর চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল করেন। হাসপাতালগুলো মাধ্যমে লক্ষ লক্ষ চক্ষু রোগীর বিনামূল্যে ও স্বল্পমূল্যে আধুনিক চক্ষু সেবা দিয়ে আসছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে