ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

আবারো ১০ দিনের রিমান্ডে আনিসুল-সালমান-জিয়াউল

২০২৪ আগস্ট ২৪ ২০:৪৪:৫৫
আবারো ১০ দিনের রিমান্ডে আনিসুল-সালমান-জিয়াউল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

লালবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক আক্কাস মিয়া রিমান্ডের এ আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ৫ জুনের পর সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই বিকাল ৬টায় আসামিদের পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ শান্তিপূর্ণ মিছিলের উপর দেশিয় অস্ত্রশস্ত্র সহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করে।

ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা আহত হয়। তাদের মধ্যে আইডিয়াল কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ আসামীগণের নিক্ষিপ্ত এলোপাথাড়ি গুলিতে বুকে পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে