ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

২০২৪ আগস্ট ২৪ ০৬:৪১:০৭
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

নিজস্ব প্রতিবেদক : ভারতে পালানোর সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়।

নানা ঘটনায় আলোচিত-সমালোচিত ও বিতর্কিত আপীল বিভাগের বিচারপতি এই শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অন্ধভাবে নানা বক্তব্য দেওয়া এবং যাকেতাকে অপদস্ত করা তার স্বভাবে পরিণত হয়েছিল।

শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই’র টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন।

এরপর গত বছরের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

অন্যদিকে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করেন। তিনি ওই টকশোর নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। বিষয়টি সারাদেশের মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে।

গণআন্দোলনে শহীদ আবু সাঈদ সম্পর্কেও তিনি বাজে মন্ত্য করেন। তিনি দাবি করেন, সাঈদের হাতে অস্ত্র ছিল, তাই পুলিশ গুলি করেছে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে