ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

২০২৪ আগস্ট ২২ ১৯:৩২:৫৯
মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে।

এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে