ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন পার্থ

২০২৪ আগস্ট ০৮ ১২:২৮:৩৪
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন পার্থ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আবদুল মতিন সউদ। বুধবার (০৭ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে আন্দালিব রহমান পার্থ জানান, ‘রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ড. ইউনূস।’

তিনি বলেন, ‘আমাদের আলোচনার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না। পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে।’

পার্থ বলেন, ‘সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে