ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোটা আন্দোলন নিয়ে অভিনেত্রী স্বস্তিকা যা বললেন

২০২৪ জুলাই ১৮ ১৬:১৫:১৬
কোটা আন্দোলন নিয়ে অভিনেত্রী স্বস্তিকা যা বললেন

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ দেশ ছাড়িয়ে এখন বিদেশও ছুঁইয়েছে। দেশের বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা বিশ্ব মিডিয়াও প্রচার করছে।

কোটা আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরে দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ভাবনার কথা জানাচ্ছেন। এবার ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও দেশের তারকাদের দলে যোগ হলেন।

এক সময়ে দর্শকদের ক্রেজে থাকা এই অভিনেত্রী জানালেন, ভীষণ অস্থির লাগছে তার।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে— ‘বুকের ভেতর অনেক ঝড়/ বুক পেতেছি গুলি কর।’

ওই ছবির ক্যাপশনে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন একরকম। একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

অস্থিরতার কথা জানিয়ে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে।’

স্বস্তিকা মুখার্জি আরও লেখেন, ‘অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো… আলো হোক, ভাল হোক সকলের।’

মামুন/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে