ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
Sharenews24

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

২০২৪ জুন ২৮ ১৭:৩৯:৪১
যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই ৩৫টি মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ফলে এসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হচ্ছে।

মূলত এই মেসেজিং প্ল্যাটফর্মের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করতে এবং নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ফিচারগুলো ব্যবহার যে সিস্টেম দরকার তা এই ফোনগুলোতে নেই।

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ-

স্যামসাং-

গ্যালাক্সি এসিই প্লাসগ্যালাক্সি কোরগ্যালাক্সি এক্সপ্রেস ২গ্যালাক্সি গ্র্যান্ডগ্যালাক্সি নোট ৩গ্যালাক্সি এস৩ মিনিগ্যালাক্সি এস৪ অ্যাকটিভগ্যালাক্সি এস৪ মিনিগ্যালাক্সি এস৪ জুম

এলজি-

অপটিমাস ৪এক্স এইচডিঅপটিমাস জিঅপটিমাস জি প্রোঅপটিমাস এল ৭

মটোরোলা-

মোটো জিমোটো এক্স

অ্যাপল-

আইফোন ৫আইফোন ৬আইফোন ৬ এসআইফোন ৬ এস প্লাসআইফোন এসই

হুয়াওয়ে-

অ্যাসেন্ড পি৬ এস অ্যাসেন্ড জি৫২৫হুয়াওয়ে সি১৯৯হুয়াওয়ে জিএক্স১এসহুয়াওয়ে ওয়াই৬২৫

লেনোভো-

লেনোভো ৪৬৬০০লেনোভো এ৮৫৮টি লেনোভো পি৭০লেনোভো এস৮৯০

সনি -

এক্সপেরিয়া জেড ১এক্সপেরিয়া ই৩

তারিক/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে