ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ

২০২৪ জুন ০৬ ২৩:২৮:৫৭
নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৪-২৪ অর্থবছরে দেশে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। এই পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে।

নতুন বাজেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে ৩৭০ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ২৩২ কোটি টাকা— সব মিলিয়ে ২ হাজার ৬০২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ছিল পরিচালন খাতে ৩৩৩ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ১৭৬ কোটি টাকা— সব মিলিয়ে বাজেট ২ হাজার ৫০৯ কোটি টাকা। যা গত অর্থবছরের থেকে নতুন অর্থবছরে বেড়েছে ৯৩ কোটি টাকা।

১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং নতুন অর্থবছরে ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল ইমাম, সেবাইত ও পুরোহিতসহ সব ধর্মীয় ব্যক্তিত্বকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দুস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ের উন্নয়নে অনুদান প্রদান এবং অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে