ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

২০২৪ জুন ০৬ ২৩:০২:২১
গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) সারা দেশে ছড়িয়ে পড়লেও এখনও দুর্বল রয়েছে। ফলে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হলেও দেশের অধিকাংশ স্থানে তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে না।

বৃষ্টি না হওয়ায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়েও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সেই সাথে একটা অস্বস্তিকর হট ফ্লাশ তো আছেই।

আবহাওয়া অধিদফতর বলছে, এ ধরনের পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। তবে মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ায় ১৩ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার সারাদেশে আগের দিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা বেড়েছে। আগের দিন দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ থাকলেও আজ তা কমে ৭ জেলায় দাঁড়িয়েছে।

অধিদফতর বলছে, আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষ বাষ্পের উত্তাপে অস্বস্তি বোধ করতে পারে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে