ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

জনতার ৫৭ শতাংশ খেলাপি ঋণ সাত ব্যবসায়ী গোষ্ঠির দখলে

২০২৪ মে ৩১ ১৬:২৬:৪৫
জনতার ৫৭ শতাংশ খেলাপি ঋণ সাত ব্যবসায়ী গোষ্ঠির দখলে

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতের রাষ্ট্রায়াত্ব খাতের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশ দেশের আলোচিত সাত ব্যবসায় গ্রুপের। যেগুলো হলো-অ্যাননটেক্স, ক্রিসেন্ট, রতনপুর ও এস আলম।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকটির ঋণ রয়েছে ২৫ হাজার ৮ কোটি টাকা। যার মধ্যে এই সাত বড় কোম্পানির খেলাপির পরিমাণ হলো ১৪ হাজার ২১০ কোটি টাকা।

এর মধ্যে অ্যানটেক্সের ৭ হাজার ৭০৮ কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ১ হাজার ৮০৬ কোটি টাকা এবং রতনপুর গ্রুপের ১ হাজার ২২৭ কোটি টাকা খেলাপি ঋণ আছে।

এছাড়া এস আলম গ্রুপের ১ হাজার ২১৫ কোটি টাকা এবং রিমেক্স ফুটওয়্যারের খেলাপি ঋণ আছে ১ হাজার ৭৭ কোটি টাকা।

জনতা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের শেষ প্রান্তিকে খেলাপি হয়েছে অ্যাননটেক্স গ্রুপ ও এস আলম গ্রুপ। তিনি বলেন, 'খেলাপি ঋণ বেশি থাকায় ব্যাংকটি এখন বিপাকে পড়েছে।'

এদিকে গত বছর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৬৪.৫৫ শতাংশ বেড়ে ২৫ হাজার ৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকিং খাতে সর্বোচ্চ।

এর আগে ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৫ হাজার ১৯৭ কোটি টাকা।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে