ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে ধস নামানোর নেতৃত্বে ১০ কোম্পানি

২০২৪ মে ২৬ ১৫:৫৮:৪২
শেয়ারবাজারে ধস নামানোর নেতৃত্বে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : নজিরবিহীন পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। প্রতিদিনই উধাও হচ্ছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত পুঁজি। ফলে ক্রমশই হতাশায় ডুবছে বিনিয়োগকারীরা।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারও শেয়ারবাজারে বড় পতন হয়েছে।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৬১ পয়েন্ট। সূচকের এমন ধসের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসি পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনাটা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যালস, পাইওনিয়ার ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং রবি আজিয়াটা লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার দর আজ অস্বাভাবিক কমার কারণে ডিএসইর সূচক কমছে পৌনে ৩০ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক ধস নামানোর আজ শীর্ষ কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৬.০৬ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক ধসের দ্বিতীয় কোম্পানি ছিল রেনাটা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪.৯৪ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকে ধস নামিয়েছে বেক্সিমকো ফার্মা ৩.৪৫ পয়েন্ট, ব্রাক ব্যাংক ২.৬৩ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৮৩ পয়েন্ট, বিকন ফার্মা ১.৬৬ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৬৩ পয়েন্ট, পাইওনিয়ার ইন্সুরেন্স ১.৫৮ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৪৭ পয়েন্ট এবং রবি আজিয়াটা লিমিটেড ১.৪৫ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে