ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ২৬ ১৫:১৩:০৩
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে ৩২২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ।

আর ৭ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেমিনি সি ফুড পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২.৯৯ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৯৯ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ২.৯৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলসের ২.৯৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ২.৯৮ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে