ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ব্যাপক দরপতেনও আলো ছড়ালো ২ কোম্পানি

২০২৪ মে ২৩ ১৭:০২:২২
ব্যাপক দরপতেনও আলো ছড়ালো ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ ২৩ মে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এই দরপতনের মধ্যে আলো ছড়িয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- নিউলাইন ক্লোথিংস এবং অ্যাকটিভ ফাইন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংসের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ২০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ১২ হাজার ৮২০টি শেয়ার ২৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১০৯ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইনের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ৩৮ লাখ ৭ হাজার ৬৭২টি শেয়ার ১ হাজার ৪৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৯০ কোটি ৯৯ লাখ টাকা।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে