ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

আজীবন নিজ গৃহে চিকিৎসা পাবেন নির্বাচন কমিশনাররা

২০২৪ মে ২০ ০৯:৩৭:৫০
আজীবন নিজ গৃহে চিকিৎসা পাবেন নির্বাচন কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার ও তাদের পরিবারের সদস্যরা নিজ বাসভবনে চিকিৎসা সুবিধা পাবেন। এমনকি তারা আজীবন এই সুবিধা ভোগ করবে।

এমন বিধান রেখে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্রে জানা গেছে, সিইসি ও কমিশনাররা চান বিচারপতিদের যে সুযোগ-সুবিধা আছে, তার সমপরিমাণ সুবিধা আইনের দ্বারা নিশ্চিত করতে।

প্রস্তাবিত খসড়া আইনে বলা হয়েছে, সিইসি, নির্বাচন কমিশনার ও তাঁদের পরিবারের সদস্যরা ‘স্পেশাল মেডিকেল অ্যাটেনডেন্স রুলস ১৯৫০’-এর অধীনে চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধাপ্রাপ্তির বিধান সত্ত্বেও নিজ বাসগৃহে চিকিৎসা সুবিধা পাবেন।

তাঁরা অবসরে গেলে বা অন্য কোনো কারণে তাঁদের কর্মের অবসান হলেও এ সুবিধা অব্যাহত থাকবে।

ইসি সচিবালয় সূত্রমতে, বর্তমানে সিইসিসহ নির্বাচন কমিশনাররা প্রয়োজনীয় চিকিৎসাসেবা সরকারি হাসপাতালে গিয়ে নিয়ে থাকেন। এ সেবা তাঁদের স্ত্রী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে তাঁরাও পান।

প্রস্তাবিত আইনটি কার্যকর হলে নির্বাচন কমিশনার ও পরিবারের সব সদস্য নিজ বাসগৃহে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা চাইতে পারবেন।

খসড়ায় বলা হয়েছে, সিইসি প্রতি মাসে ১ লাখ ৫ হাজার এবং কমিশনাররা ৯৫ হাজার টাকা হারে বেতন পাবেন। এর সঙ্গে প্রতি মাসে ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন।

উৎসব ভাতা হিসেবে তাঁরা বছরে দুই মাসের বেতনের সমপরিমাণ টাকা এবং প্রতিবছর একবার এক মাসের বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। নিজের খুশিমতো নিরাপত্তাপ্রহরী ও বাবুর্চি নিয়োগ দিতে পারবেন।

এর আগে, ১৭ এপ্রিল আইনটির খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ওই সময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন, সিইসির ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতির সমান এবং নির্বাচন কমিশনাররা উচ্চ আদালতের বিচারপতির সমপরিমাণ বেতন-ভাতার সুবিধা পাবেন।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে