ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে ১২ সেকেন্ডে ৩০০ কোটি টাকা চুরি করলো দুই ভাই!

২০২৪ মে ১৯ ১৮:৩৪:২১
যুক্তরাষ্ট্রে ১২ সেকেন্ডে ৩০০ কোটি টাকা চুরি করলো দুই ভাই!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১২ সেকেন্ডে ৩০০ কোটি টাকা চুরি! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। এমনই অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের বিরুদ্ধে। জানা গেছে, তারা দুইজন সহোদর ভাই। তারা দেশটির বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি থেকে পড়াশোনা শেষ করেছেন।

পড়াশোনা শেষ করে নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাত্র ১২ সেকেন্ডে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা।

এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আন্তন পেরেইর-বুয়েনো এবং অন্যজন ২৮ বছর বয়সী জেমস পেরেইর-বুয়েনো। ক্রিপটো মুদ্রায় বড় ধরনের চুরির অভিযোগে ইতোমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের চুরির এই ঘটনাটিকে একটি জলজ্যান্ত উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা।

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়, গ্রেফতারকৃত ভাইদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মাধ্যমে ২.৫০ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকার কাছাকাছি।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে