ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শারিকা ফুডসের ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো আইসক্রিম

২০২৪ নভেম্বর ২৪ ১৬:৪৩:০৮
শারিকা ফুডসের ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো আইসক্রিম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুড্স এন্ড আমানদালা লিমিটেডের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে আমানদালার উক্ত শেয়ার কেনার সিদ্ধান্ত কার্যকর করবে লাভেলো আইসক্রিম।

উল্লেখ্য যে,শারিকা ফুড্স এন্ড আমানদালা লিমিটেড ”আমানদালা” নামে ফ্রোজেন ফুড্স বাজারজাত করবে। ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে’তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুড্স এন্ড আমানদালা লিমিটেড ময়মনসিংহ জেলার ভালুকাতে প্রাথমিকভাবে দৈনিক চার মেট্রিকটন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড্স তৈরির ক্যাপাসিটি সমৃদ্ধ একটি কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের মার্কেটে ফ্রোজেন ফুটস যেমন পরোটা, রুটি, চিকেন নাগেটস, মিটকল, ফিশকল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুছা, সিঙ্গারা ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদাও রয়েছে।

ফ্রোজেন ফুড্স বাজারজাত প্রক্রিয়াই ডিসট্রিবিশন কোল্ড ভ্যান ও ফ্রিজ উল্লেখযোগ্য লজিস্টিকস। সেক্ষেত্রে লাভেলো আইসক্রিমের ইতিমধ্যেই এই লজিস্টিকস বিদ্যমান।এ জন্য আইসক্রিম ও ফ্রোজেন ফুড্স ব্যবসা একে অপরের সহযোগী ব্যবসা বিধায় খুব সহজেই এব্যবসার সাফল্য আসবে বলে কোম্পানি মনে করছে।উপরোন্ত লাভেলো আইসক্রিমের অভিজ্ঞ সেলস ও মার্কেটিং টিম যা ইতিমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছে, সেটাকেও ফ্রোজেন ফুড্সের কাজে লাগানোর জন্যেই লাভেলো শারিকা ফুড্স এন্ড আমানদালার ৫০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে আমানদালাও শেয়ারবাজারে তালিকাভুক্ত করার কথা ভাবছে বলে কোম্পানিটি জানিয়েছে।

বাজারজাত করণের ক্ষেত্রে আমানদালা অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই গুরুত্ব দিবে। আমানদালার ৭০ শতাংশের বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানি করা হবে বলে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে