ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

২০২৪ নভেম্বর ২৩ ২০:১০:০৪
যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব পতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে। শনিবার (২৩ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে এক কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে। এ দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখতে ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছেন। সবাইকে (ডিএমপি) আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই জানিয়ে সাজ্জাত আলী বলেন, ভালো পুলিশ অফিসারের পক্ষেই মানুষকে উত্তম সেবা দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়। আমরা এ দেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে