ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনেও ইতিবাচক ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার

২০২৪ মে ১৯ ১৬:৪৫:৩৯
বড় পতনেও ইতিবাচক ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। পতন ঠেকাতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানা পদক্ষেপ নিলেও মিলছে না ন্যুনতম ফল।

এদিকে গত সপ্তাহের বড় পতনের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ মে) শেয়ারবাজারে আরও বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনেও ইতিবাচক অবস্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ইউনিক হোটেল, রিলায়েন্স ওয়ান ফার্স্ট স্কিম মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

আজ কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দর ৩ শতাংশ থেকে সোয়া ৭ শতাংশ বেড়েছে। ফলে বড় পতনেও কিছুটা স্বস্তিতে রয়েছে এই ৭ কোম্পানির বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলোর মধ্যে আজ এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৪০ পয়সা বা ৭.২৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৬ টাকা ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমার ১০৬ টাকা ৮০ পয়সা বা ৪.৯৭ শতাংশ, ইউনিক হোটেলের ২ টাকা ৫০ পয়সা বা ৪.৫৮ শতাংশ, "রিলায়েন্স ওয়ান" ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৮০ পয়সা বা ৪.০২ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৪ টাকা ৩০ পয়সা বা ৩.০৮ শতাংশ।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে