ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

আমরা ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: হামাস

২০২৪ মে ১৮ ২০:৪০:১৪
আমরা ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: হামাস

আন্তর্জাতিক ডেস্ক : হামাস জানিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনি মুক্তি সংস্থার সামরিক শাখা শুক্রবার এ কথা জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে এ কথা বলা হয়েছে।

একটি ভিডিও বার্তায়, হামাসের ইজ্জ আল-দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাহ বলেছেন, "আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।" তবে শত্রুকে ধ্বংস করতে আমরা তাদের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করতে প্রস্তুত।

আবু উবায়দা উল্লেখ করেছেন যে গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে তারা সবকিছু প্রকাশ করছে না।

আবু উবায়দা ঘোষণা করেছেন যে আল-কাসাম ব্রিগেড যোদ্ধারা গত ১০ দিনে গাজা জুড়ে ১০০টি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করেছে। গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলেও উল্লেখ করেন আবু উবায়দা।

কাসাম ব্রিগেডের মুখপাত্র দাবি করেন, রাফা শহরের পূর্বাঞ্চলে এই ব্রিগেডের যোদ্ধারা শত্রুপক্ষের (ইসরায়েলি সেনাবাহিনী) ওপর কঠিন আঘাত হেনেছেন।

গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলের হামলার মুখে বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছেন এখানে। শহরটিতে এখন ১৫ লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনি বসবাস করছেন।

ইতিমধ্যে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিন অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বাইরে থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে এ ক্রসিং খুব গুরুত্বপূর্ণ। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল হয়ে বাকি বিশ্বে যাওয়ারও একমাত্র পথ এটি।

দশকের পর দশক ইসরায়েলি দখলদারির শিকার ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। ইসরায়েলের দাবি, এ হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য, ওই দিন থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০০ জনের বেশি।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ, যা সাত মাসেরও বেশি সময় ধরে চলেছিল, উপত্যকার বিশাল অংশ ধ্বংস করেছে। লাখ লাখ মানুষ খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে ভুগছে।

এই পরিস্থিতিতে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চারটি আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা।

এসব আবেদনে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, সেখানে মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা এবং রাফাতে ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে